Search
Close this search box.

২৮ অক্টোবর পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে: আইজিপি

পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ২৮ অক্টোবর পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তারপরও পুলিশকে পিটিয়ে নির্মমভাবে মারা হয়েছে, আহত করা হয়েছে।বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, সাবেক সেনা কর্মকর্তা ও কথিত উপদেষ্টা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, পুলিশের উপর হামলা, জ্বালাও পোড়াও এর ঘটনার যারা জড়িত তাদেরকের গ্রেফতার করা হচ্ছে। আরো যারা আছে গ্রেফতার করা হবে। 

অবরোধের নামে যারা মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে আইজিপি বলেন, অবরোধের নামে সংহিসতা করলে ছাড় দেয়া হবে না। দুর্বৃত্তরা পুলিশ ও সাংবাদিকদের টার্গেট করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি বলেন, ২৮ অক্টোবর পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তারপরও পুলিশকে পিটিয়ে নিমম ভাবে মারা হয়েছে, আহত করা হয়েছে।  ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। শুধুমাত্র মামলার আসামীদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান আইজিপি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ