Search
Close this search box.

আজ সন্ধ্যায় জ্বলবে সেতুর সব বাতি

পদ্মা সেতুতে বৈদ্যুতিক বাতি রয়েছে ৪১৫টি।

স্টাফ রিপোর্টার \  পদ্মা সেতুতে বৈদ্যুতিক বাতি রয়েছে ৪১৫টি। সবগুলো বাতি জ্বালিয়ে পদ্মা সেতু আলোকিত করা হবে মঙ্গলবার সন্ধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সেতু প্রক‌ল্পের সহকারী ত‌ড়িৎ প্রকৌশলী সাদ্দাম হো‌সেন।

সাদ্দাম হো‌সেন বলেন, “সোমবার সেতুর ৪১৫‌টি বা‌তির ২০৫টি জ্বালা‌নো হ‌য়ে‌ছিল। এর আগে সপ্তাহখা‌নেক ধ‌রে পর্যায়ক্রমে সব বা‌তি জ্বালা‌নো হয়।”

মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবা‌রের মতো সব বা‌তি এক স‌ঙ্গে জ্বালা‌নো হ‌বে বলে তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। ২৬ জুন সকালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন হতে চলেছে।

সেতু বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে ৩২৮টি ও দুই প্রান্তের ৩ দশমিক ৬৮ কিলোমিটার উড়ালপথে (ভায়াডাক্ট) ৮৭টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। সব মিলিয়ে ৯ দশমিক ৮৩ কিলোমিটার আলোকিত করতে ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্টগুলোতে বাতি বসানোর কাজ শেষ হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ