Search
Close this search box.

সরকারি কর্মকর্তাদের পাচার করা সম্পদের তদন্ত করবে দুদক

সরকারি কর্মকর্তাদের পাচার করা সম্পদের তদন্ত করবে দুদক

স্টাফ রিপোর্টার ॥ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পাচার হওয়া অর্থের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

দুদকের প্রধান কার্যালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ‘দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুদক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত করবে। দুদকের মানিলন্ডারিং আইনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে আইন আছে আমরা সেভাবেই ব্যবস্থা নেবো।’

গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ এর প্রস্তাবিত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ‘দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ হয়ে গেলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কর বিভাগসহ কোনো কর্তৃপক্ষ।’

পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ করার প্রক্রিয়া পাচারকে উৎসাহিত করবে কিনা এমন প্রশ্নে দুদক সচিব বলেন, ‘বাজেটের বিষয়ে দুদকের কোনো বক্তব্য নেই, তবে এসব বিষয়ে দুদক নিজস্ব আইনে চলবে। আর এসব বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি দুদকে।’

 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ