স্টাফ রিপোর্টার \ বর্ডার গার্ড বাংলাদেশের ৩৪ বিজিবি ব্যাটালিয়ন কক্সবাজার এর সীমান্ত এলাকায় দুটি পৃথক বিশেষ অভিযানে পরিচালনা করে এক লক্ষ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে বিজিবি সদস্যরা।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির জানান, কক্সবাজার ব্যাটালিয়ন এর একটি বিষেশ টহলদল গত ১৮ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪১ থেকে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে তুলাতলী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী (ক) মোঃ নূর হোসেন (৪০), (খ) মোঃ শাহাজালাল (২১) কে দুই লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের ৯০০ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিতিত্তে পালংখালী বিওপি এলাকার সীমান্ত পিলার-১৯ থেকে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তরে পূর্ব ফাঁড়ির বিল (বটতলী) নামক স্থানে অভিযান পরিচালনা করে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ৫০,০০০ পিস এবং বালুখালী বিওপি এলাকার সীমান্ত পিলার ২০ থেকে আনুমানিক ৪০০ গজ পূর্ব দিকে রহমতের বিল নামক স্থানে অভিযান পরিচালনা করে ষাট লক্ষ টাকা মূল্যের ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
এ বিশেষ অভিযানে বিজিবি সর্বমোট “দুই কোটি বার লক্ষ সত্তর হাজার” টাকা মূল্যের বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
অধিনায়ক আরও জানান, ৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে গত ০১ জানুয়ারি হতে আজ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একশত ঊনপঞ্চাশ কোটি সাতান্ন লক্ষ আটাশ হাজার ছয়শত টাকা মূল্যের ৪৯,৮৫,৭৬২ পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি দশ লক্ষ টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) উদ্ধার করেছে। যার সর্বমোট পরিমান দাড়ায় “দুইশত ঊনিশ কোটি সাতষট্টি লক্ষ আটাশ হাজার ছয়শত” টাকা। এছাড়াও মাদক কারবারের সাথে জড়িত ৬০ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে।