Search
Close this search box.

ডেঙ্গুতে প্রথম মৃত্যু, করোনায় আরেকজনের মৃত্যু

ডেঙ্গুতে প্রথম মৃত্যু, করোনায় আরেকজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : একদিকে ডেঙ্গু, আরেকদিকে করোনা ভাইরাস; দুইয়ে মিলে কঠিন এক পরিস্থিতি দাড় হয়ে গেছে। এ বছর ডেঙ্গুতে প্রথম একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। একইদিনে করোনা ভাইরাসে আক্রান্ত একজনও মারা গেছেন।

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮০৮ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৬৯৭ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৭ জনের বাড়ি ঢাকায়। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১০৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে চারজন।

এদিকে করোনা ভাইরাসে একজনের মৃত্যুর সাথে শনাক্ত ১১ শতাংশ হয়েছে। এ নিয়ে মোট ২৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮৭৪ জন শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ৮৭৪ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত গিয়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩৩ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৯৮৩ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার ৯২৭ এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৮৯৩টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ