স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর উদ্বোধন হতে আর মাঝখানে একদিন বাকি। ২৫ জুন সেতুর উদ্বোধন হবে। এরআগে সেতুর উদ্বোধনের জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে। বিএনপির ৭ নেতাকে আমন্ত্রণ জানানো হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আমন্ত্রণ পাননি। সরকার আমন্ত্রণ জানায়নি খালেদা জিয়াকে।
বিএনপির আমন্ত্রণ পাওয়া নেতারা হচ্ছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। কিন্তু দলের চেয়ারপারসনকেই আমন্ত্রণ দেওয়া হয়নি।
সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সুত্রধর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন। যেখানে বিএনপির সাতজন শীর্ষসারির নেতার নাম থাকলেও ছিলো না খালেদা জিয়ার নাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানেই নেই খালেদা জিয়ার নাম। পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন বিদেশি অতিথি হিসেবে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশি কর্মী যারা এ সেতু তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তারাও আমন্ত্রিত হিসেবে থাকবেন। বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকরাও আমন্ত্রণ পেয়েছেন।