রাকিব হাসান \ সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় অসহায় ও নিপীড়িতদের মানবিক সহায়তার পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন সেবা চালু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্বার, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব। এর ধারাবাহিকতায় র্যাব-৯ এর একটি ভ্রাম্যমান মেডিক্যাল টীম সিলেটের বালাগঞ্জ এর প্রত্যন্ত বন্যা কবলিত অঞ্চলে দুর্গতদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছে। বালাগঞ্জ এর ওই অঞ্চলটিতে এখন পর্যন্ত কোন ত্রান সহায়তা পৌছায়নি। র্যাব-৯ চিকিৎসা প্রদানের পাশাপাশি ওই অঞ্চলের বন্যা কবলিত অসহায় ও নিপীড়িতদের খাদ্যসামগ্রী, স্যালাইন, মোমবাতিসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করেছে। এ সময় প্রত্যন্ত ও বন্যা কবলিত এলাকার মানুষকে বন্যার এ সময়ে সুস্থ থাকার জন্য নিরাপদ পানি পানের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয় এবং নিরাপদ পানি পান নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস এর আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এবং র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক।
আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিতে সিলেট অঞ্চলে এক মাসের ব্যবধানে দুই দফায় সৃষ্ট প্রাকৃতিক বন্যায় বিপর্যস্থ হয় এ অঞ্চলের লাখ লাখ পানিবন্দি মানুষের জীবন। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। বন্যা প্রাদুর্ভাবের শুরু থেকেই র্যাব ফোর্সেস উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ অসহায় ও নিপীড়িত মানুষদেরকে সহায়তার মাধ্যমে পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে। চলমান বন্যায় র্যাব ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে। র্যাব মহাপরিচালক নিজে ছুটে গেছেন সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে । সেখানে তিনি মানবিক সহায়তা প্রদান করেছেন এবং দুর্গতদের দুঃখ লাগবে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, যতদিন মানুষ পানি বন্দী থাকবে ততদিন র্যাব তাদের পাশে থাকবে। যা যা প্রয়োজন তাই করা হবে। চিকিৎসার জন্য যদি হেলিকাপ্টার লাগে সেটাও দেয়া হবে। র্যাব সুনামগঞ্জ, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তার পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে র্যাবের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।