স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ভ্যাকসিন তৈরিতে মনোযোগ দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডারস এর উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভ্যাকসিন তৈরিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জমিও কেনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক আরো বলেন, দেশে ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতাভুক্ত। শিগগিরই ৫ থেকে ১২ বছর বয়সীদেরও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। গবেষণায় পিছিয়ে আছে স্বাস্থ্যখাত, সেই দুর্বলতা কাটাতে চিকিৎসকদের গবেষণায় মনোযোগ দেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় শিগগিরই বুস্টার ডোজ নিতে বলেছিলেন। তিনি সবাইকে টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশসহ বাংলাদেশেও করোনা বাড়ছে। এ জন্য সবাই বুস্টার ডোজ নিন।’
মন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করব, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন।’
স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয় উল্লেখ করে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতে পারবও না।’