Search
Close this search box.

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারকে সহায়তা : মেয়র আতিকুল

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারকে সহায়তা : মেয়র আতিকুল

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের উদ্যোগে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত ১২’শ পরিবারকে খাদ্য সহায়তা দিবে উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দারা। বৃহস্পতিবার উত্তরা ৪ নং সেক্টরের কল্যান সমিতির মাঠে ত্রান সামগ্রী প্যাকেজিং কার্যক্রম পরিদর্শন করার পর তিনি এ তথ্য জানান।

মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘সিলেটে এখন বন্যার পানি নেমে গেছে। এখন বন্যা দূর্গতদের সবচেয়ে বেশি দরকার শুকনো খাবার। তাই আমি আমার এলাকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছি দূর্গত মানুষদের সহায়তার জন্য। আহ্বানে সাড়া দিয়ে ২৭ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন ৪ নম্বর সেক্টরের বাসিন্দারা।’

তিনি আরও বলেন, ‘চাল, ডাল, আলু, তেল, ম্যাচ, ঔষধ, স্যালাইনসহ ১৬ রকমের খাবার সামগ্রী ১,২০০ পরিবারের মাঝে নৌবাহিনীর মাধ্যমে বিতরণের করা হবে। প্রতিটি প্যাকেটে বিভিন্ন প্রকারের মোট ২৭কেজি খাদ্য সামগ্রী রয়েছে। উত্তরা সেক্ট্রর-৪ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে এগুলোর প্যাকেজিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকেই এগুলো পাঠিয়ে দেয়া হবে।’

এসময় মেয়র যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সম্মিলিতভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার আহবান করেন। এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ