স্টাফ রিপোর্টার : ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়াও আগামী বছরের শেষের দিকে আরেকটি বড় প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব তথ্য জানান মন্ত্রী।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোরেল (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করা হবে। এদিকে এক্সপ্রেসওয়ের কাজে গতি বেড়েছে। এতদিন কাজে ধীরগতি ছিল, এখন গতি বেড়েছে। সরকার এই প্রকল্পের অর্থায়নের সমস্যাটা ইতোমধ্যে দূর করেছে।
ঈদে মোটরসাইকেল চলাচলের বিষয়ে মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা খুবই দরকার ছিল। কিছু কিছু ক্ষেত্রে সরকারের এ নির্দেশ মানা হয়। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়। ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যার সৃষ্টি হয় বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, কিছু মোটরসাইকেলের অনুমোদন দেওয়া হয়েছিল আবার কিছু কিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতে এসেছে। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয় এবং ছোট ছোট যে যানগুলো তিন চাকার ইজিবাইক, এগুলো নিয়ন্ত্রণ করা না হলে সমস্যার সৃষ্টি হয়।
ঈদে সড়কে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসঙ্গে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলে তাদের একটা কাজ দেখান। যে কাজটা বাংলাদেশের মানুষের এই যে যানবাহন চলাচল সুবিধা করে দিয়েছে। কোথাও তাদের কোনো দৃশ্যমান কিছু নেই।
তিনি বলেন, যানজট হয়েছে ব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে। বঙ্গবন্ধু সেতুর ওপরে একদিনে ৪৩টি দুর্ঘটনা হয়েছে। গাড়ি সরাতে সময় লেগেছে। এজন্য যানজট দীর্ঘ হয়েছে। অনিবার্য কারণে উত্তর জনপদে যানজট হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন। কালনা সেতু এবং বেকুটিয়া সেতু সেপ্টেম্বরের মধ্যে উদ্বোধন করা হবে। চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং আগামী বছরের শেষের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, এটা (এক্সপ্রেসওয়ে) আগে ধীরগতি ছিল এখন গতি বেড়েছে। আমরা অর্থায়নের সমস্যাটা দূর করেছি।