Search
Close this search box.
বলেছেন অ্যাটর্নি জেনারেল

গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব পালন করে যাবেন

গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব পালন করে যাবেন

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ তার দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করলে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি আরও বলেন, ২০২১ সালের নভেম্বরে এই আদেশ জারি করা হয়েছিল। তিনি অনেক দেরি করে ফেলেছেন। জাহাঙ্গীর আলমের আরও আগে আসা উচিত ছিল, তাই তার এখনকার রিট পিটিশন মেনে নিব না। এছাড়া ওনার বিরুদ্ধে একটি চলমান মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এটা শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। এর আগে মঙ্গলবার সকালে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারি করেন।

শুনানিতে জাহাঙ্গীর আলমের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো অতীতে মিথ্যা প্রমানিত হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, জাহাঙ্গীর আলমকে কারণ দর্শাতে বলা হয়েছিলো। তিনি সেটির ব্যাখ্যা দিযেছেন। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

গত বছরের সেপ্টম্বরে জাহাঙ্গীর আলমের একটি অডিও প্রকাশ পায়। অভিযোগ উঠে, তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ও জেলার নেতাদের কটুক্তি করেছে। সে বছরের ১৫ নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে করা হয় ৭ টি মামলা। ২২ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা এই ৭ মামলায় জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দেন হাইকোর্ট। পঞ্চগড়, রাজবাড়ি, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাকে এসব মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ