Search
Close this search box.

একদিনে হাসপাতালে রেকর্ড ডেঙ্গু রোগী ভর্তি

একদিনে রেকর্ড ১০৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্টাফ রিপোর্টার : একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার রেকর্ড হয়েছে। এ বছর গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯ জন। এবছর এখনও পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি। হাসপাতালে ভর্তি ১৫৩ জন নতুন রোগীর মধ্যে ১০৭ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪৬ জন।

এছাড়া চলতি বছরে এপর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। আর আগস্ট মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৪৩০ জন,আর বাকি ৮৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৭২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ২৩৭ জন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ