স্টাফ রিপোর্টার – রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে শনিবার দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, এদেশ আমাদের সকলের। আমরা কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে ভাবি না। সবাই এদেশের নাগরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই সব সম্প্রদায়ের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর কথা উদ্ধৃতি দিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আজ এ মঞ্চে আমরা চার ধর্মের মানুষ রয়েছি। এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়ন্ত কুমার দেব, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিণীতা সরকার, সিদ্ধেশ্বরী সার্বজনীন কালী মন্দিরের সেবায়েত শেখর গোস্বামী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।