Search
Close this search box.

আগুন নিয়ে খেললে পরিণতি ভালো হবে না – ও. কাদের

মিথ্যাচারকে বিএনপি শিল্পে রূপ দিয়েছে - ও. কাদের

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না। বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি একথা বলেন।

বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের যেকোনও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানিয়ে বলেন, তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী, তবে সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছে রাজপথে। নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।

‘গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে’, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।
বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনও সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই। ওবায়দুল কাদের আরও বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে। বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই। বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

এরআগে ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দেয়াল নেই বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দেয়াল নেই। দুদেশের প্রধানদের মধ্যে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকতায় অনেক সমস্যা সমাধান হয়েছে। সব অমীমাংসিত সমস্যাও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ১০০ যুব প্রতিনিধি দলের ভারত ভ্রমণের ফ্লাগ অফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় যুব প্রতিনিধি দলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা আগামী এক সপ্তাহ ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন। ভারতীয় হাইকমিশন ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামের মাধ্যমে ব্রিলিয়েন্টদের খুঁজে খুঁজে বের করেছে। সামনে আপনারা আছেন। ভারত ঘুরে এসে সেখানকার অভিজ্ঞতা বাংলাদেশে এসে যুব প্রতিনিধি হিসেবে ছড়িয়ে দিতে কাজ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ড. বিনয় জর্জ। উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব অনিমেষ চৌধুরী, জ্বালানি সচিব প্রতীক নাগিসহ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইয়ের সদস্যরা। বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধিদের দলটি ভারত সফরে যান বুধবার। এ যুব প্রতিনিধিদের মাঝে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলী রয়েছেন। আটদিনের এই সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। যুব প্রতিনিধিরা ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন। এ সফরকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ