স্টাফ রিপোর্টার – সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, স্বাধীনতার যুদ্ধ যখন শেষ পর্যায়ে আমরা যখন বিজয়ের দ্বার প্রান্তে তখন বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। বুধবার সকালে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ করেছি।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।
এরআগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করতে ষড়যন্ত্র শুরু করেছে তারা (বিএনপি)। সরকার পতন এত সহজ নয়। আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত দল।