স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বিভিন্ন কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। এখন থেকেই নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। আমাদের দলের নেতাকর্মীরা মাঠে না থাকলে বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করে জনগণের জানমাল ক্ষতি করবে, গণপরিবহন আগুনে পুড়াবে, মানুষ হত্যা করবে, গাছ কেটে ফেলবে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমনটি বলেছেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ নেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা পড়াশোনা করবেন, খবর দেখবেন, পত্রিকা পড়বেন। বর্তমান সময়ে যে পরিমাণ গুজব ও অপপ্রচার হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে সর্তক থাকতে হবে।
গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সর্তক থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা পড়াশোনা করবেন, খবর দেখবেন, পত্রিকা পড়বেন। বর্তমান সময়ে যে পরিমাণ গুজব ও অপপ্রচার হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে সর্তক থাকতে হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ নেন তিনি।
নিজের মৃত্যুর অপপ্রচারের বিরুদ্ধে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও ফেরে ফেলছে। আমি নাকি মরে গেছি এমন নিউজ করেছে! কি পরিমাণ গুজব অপপ্রচার। এর বিরুদ্ধে জবাব দিতে হবে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও গুজব অপপ্রচার করা হয়। এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তৃণমূলের যেখানে সম্মেলন হয়েছে সেসব জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, অনেক জেলার কমিটি হয়েছে এখন পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। অনেক নেতাকর্মীরা আছে যারা কোনো পদে নেই। সামনে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে, তাই কমিটি না থাকলে কী বলে পরিচয় দেবে তারা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিকুল ইসলাম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, সংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নেতাকর্মীরা।