Search
Close this search box.

প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইলেন মেয়র আতিক

প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইলেন মেয়র আতিক

স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গানের সুরে তিনি বলেন, ১৬ কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা…। রবিবার কালশী ফ্লাইওভারের উদ্বোধন উপলক্ষে মিরপুর বালুর মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ গান গাইলেন। মেয়র আতিকের গান শুনে মঞ্চে বসে হাত তালি ও হাসতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গান শেষে মেয়র আতিক বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার।

মেয়র আতিক বলেন, মমতার হাত মাথায় দিয়ে আপনি (প্রধানমন্ত্রী) আমাদের আগলে রেখেছেন। আপনি তো স্নেহময়ী ১৬ কোটি মানুষের চির আপনজন। আপনি আমাদের প্রধানমন্ত্রী। প্রশংসা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আপা (শেখ হাসিনা) আপনি এই দেশের ভূমিহীনদের ভূমি দিয়েছেন, ঘরহীনদের ঘর দিয়েছিন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছেন। আপনি কি করেননি আমাদের জন্য, সব করেছেন।
রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে নগরবাসীর জন্য কালশী ফ্লাইওভার ও ৬-লেন সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ককে ৬ লেনে উন্নীত করাটাকে মিরপুরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন বাসিন্দারা। অনুষ্ঠানে যোগ দিতে আসা উচ্ছ্বসিত সাধারণ মানুষের আশা, এর ফলে আরও সহজ হবে যাতায়াত ব্যবস্থা।

মিরপুর থেকে বিমানবন্দর, উত্তরা, বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম হবে। এতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিরপুর থেকে যাওয়া যাবে বিমানবন্দর। কর্তৃপক্ষ বলছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ ফ্লাইওভার তৈরি করবে মিরপুরের নতুন গেটওয়ে। কেবল এ ফ্লাইওভারই নয়, এর সঙ্গে নিচের প্রায় ৪ কিলোমিটার সড়ক, নতুন ফুটওভারব্রিজ আর ফুটপাত সব মিলিয়ে এ অঞ্চলের যোগাযোগে খুলে গেছে এক নতুন দিগন্ত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ