স্টাফ রিপোর্টার – ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ উদ্বোধন করেছেন ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআই সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। উদ্বোধন করে তিনি বলেন, এটা ভারত নাকি বাংলাদেশ বুঝতে পারছি না।
ঢাকায় বৃহস্পতিবার এসেছেন সৌরভ গাঙ্গুলি। দুপুর সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এবার বিসিবি বা বিসিসিআইয়ের কোনো কার্যক্রমে নয়, ‘দাদা’ এসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ উদ্বোধন করতে।
মেয়র কাপের উদ্বোধন করে সৌরভ গাঙ্গুলি বলেন, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে আসলে বুঝতে পারছি না, এটা ভারত নাকি বাংলাদেশ।
মেয়র কাপের উদ্বোধনের পর সন্ধ্যায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
দ্বিতীয়বারের মতো মেয়র কাপের আয়োজন করছে সিটি করপোরেশন। আসরের চমক হিসেবে বাংলাদেশ সফরে আনা হয়েছে প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলিকে। মেয়র কাপ নিয়ে অনেক বড় পরিকল্পনা মেয়র আতিকুল ইসলামের। সম্ভব হলে এই আসর টুর্নামেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে রাজধানীর অভিজাত এক হোটেলে বিকেল তিনটায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে কোনো টাকা নেননি। আমি তাকে বলেছিলাম যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাদকের বিরুদ্ধে বার্তা দিতে আমি এই মেয়র কাপের আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে খেলাধুলার জন্য এর কোনো বিকল্প নেই। আমাদের শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে, মাদককে না বলার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং তিনি এটা পছন্দ করেছেন।