স্টাফ রিপোর্টার- আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সিটি করপোরেশনগুলো হলো গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা।
রবিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার।
মো. আলমগীর বলেন, ‘আগামী জুনে দুটি সিটি করপোরেশনে এবং বাকি তিনটি সিটি করপোরেশনে সেপ্টেম্বরের মধ্যে ভোট শেষ করব। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি আমাদের। যেটা আলোচনা হয়েছিল গাজীপুর, রাজশাহী, খুলনা ও সিলেটের। এগুলোর নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের মধ্যে করতে হয়।
নির্বাচন কমিশনার বলেন, ‘১১ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর গাজীপুরে ভোটের সময়। যেকোনো সময় নির্বাচন হতে পারে। সেই হিসাবে যেহেতু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সেজন্য নির্বাচনগুলো আগে করার চেষ্টা করব। মার্চের পরে যেকোনো সময় নির্বাচন হতে পারে।
তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে, সেজন্য চেষ্টা থাকবে এ সিটি করপোরেশনের নির্বাচন শেষের দিকে না করে প্রথম দিকে করা। গাজীপুরের ব্যাপারে শুধু ওইটুকু আলোচনা হয়েছে, তফসিল কবে এ ধরনের কোনো আলোচনা হয়নি।’
গাজীপুর সিটির পরবর্তী ভোটের সময় গণনা শুরু হবে ১১ মার্চ, ভোট করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে। খুলনা ও রাজশাহী সিটির সময় গণনা শুরু ১৩ এপ্রিল, ১০ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া বরিশাল সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে ১৪ মে, ভোট করতে হবে ১৩ নভেম্বরের মধ্যে। সিলেট সিটির নির্বাচন করতে হবে ৬ মে, ৬ নভেম্বরের মধ্যে ভোট করতে হবে। আর ময়মনসিংহ সিটি নির্বাচন করতে হবে ২০ ডিসেম্বর, ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ২০২৪ সালের ১৯ জুনের মধ্যে।