Search
Close this search box.

খালেদার শর্তযুক্ত মুক্তির আবেদন এসেছে – আইনমন্ত্রী

খালেদার শর্তযুক্ত মুক্তির আবেদন এসেছে - আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার – আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন এসেছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, আমি জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ভাই শর্তযুক্ত মুক্তির জন্য আবেদন করেছেন। সেটি মন্ত্রণালয়ে এসেছে। তবে আমার কাছে এখনো আসেনি। ফাইলটি দেখলে আমি জানাব।

তিনি আরো বলেন, তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। আমি যেটা মনে করি আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসেনি। তার বিদেশে চিকিৎসার বিষয়টি আগের শর্তে নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, তার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে তা সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার কাছে আবেদনটি পাঠোনো হয়েছে বলে জানা গেছে’ এমন কথা বললে আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মতামত ছাড়া আমাদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মতামত চেয়ে পাঠানো হয়েছে। তবে আমার কাছে এখনো ফাইল আসে নাই। তাই আবেদনে কী আছে সেটি আমি বলতে পারব না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য সপ্তমবারের মতো গত মঙ্গলবার আবেদন করেছে তার পরিবার। আবেদনে খালেদা জিয়ার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ আবেদন করেন। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।

খালেদা জিয়া দুটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন। করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে দুটি শর্তে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এর প্রথমটি হচ্ছে খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, দ্বিতীয়টি হলো তিনি বিদেশ যেতে পারবেন না। এরপর ছয়বার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

এরআগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন – আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সরোয়ার এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ