Search
Close this search box.

যথাসময়ে নির্বাচন এবং সংবিধান রক্ষাই গণতান্ত্রিক শক্তির মূল দায়িত্ব – ইনু

যথাসময়ে নির্বাচন এবং সংবিধান রক্ষাই গণতান্ত্রিক শক্তির মূল দায়িত্ব - ইনু

স্টাফ রিপোর্টার – জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং সংবিধান রক্ষাই এখন দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব। বৃহস্পতিবার সকালে জাসদ কার্যালয়ে ১৯৭১ সালের ২৩ মার্চে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ঐতিহাসিক বীরত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত টেরাকোটা শিল্পকর্ম স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইনু বলেন, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এখনো স্বাধীনতা মেনে নেয়নি। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানপন্থী রাজনীতির মূল ঘাঁটি। বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার এনে সংবিধান ওলটপালট করার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ