Search
Close this search box.

ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই ছুটি বাড়ানো হয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

সরকার চায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, ঠিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা। আর এ লক্ষ্যেই আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মানুষ ঈদুল আজহা যেন সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, ঈদের আগে সাধারণ ছুটি থাকে একদিন। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে ঢাকা ছাড়েন। গত ঈদুল ফিতরে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, তাতে ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক ছিল। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সবাই যেন সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

একদিন ছুটি বাড়ায় বাৎসরিক ছুটির কোনো পরিবর্তন হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত হয়নি।

ঈদের ছুটি একদিন বাড়ায় আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।

গতকাল রোববার ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের ঈদে ঢাকা থেকে প্রায় ৮০ লাখ মানুষ গ্রামের বাড়ি যাবে। ফলে পূর্বনির্ধারিত সরকারি ছুটি শুরুর দিন ২৮ জুন সারাদেশের সব শ্রেণির গণপরিবহনে একসঙ্গে সব যাত্রী রাস্তায় নামলে যাতায়াত পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। এ কারণে ২৭ জুন সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রীচাপ কিছুটা কমতে পারে।

আগামী ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন হবে। বাংলাদেশে সাধারণত সৌদির একদিন পর ঈদ উদযাপন হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ