Search
Close this search box.

মেয়াদ শেষের আগের তিন মাসের মধ্যে হবে সিটি নির্বাচন

মেয়াদ শেষের আগের তিন মাসের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করতে হবে’- এমন বিধান যুক্ত করে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজ সোমবার (৯ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, খসড়া আইন অনুযায়ী এক্ষেত্রে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের মধ্য থেকে একজনকে নির্বাচনকালীন দায়িত্ব দেওয়া হবে। সিটি করপোরেশনের নির্বাচন যেদিন মেয়াদ শেষ হবে এর আগের ছয় মাসের মধ্যে করতে হতো। এখন সেটিকে বদলে তিন মাস করা হচ্ছে, ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের বছরে ছুটি তিন মাস থেকে কমিয়ে এক মাস করার প্রস্তাব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ