Search
Close this search box.

বাংলাদেশ চতুর্থবারের মত ইউনেস্কোর সদস্য নির্বাচিত

চতুর্থবারের মতো সদস্য রাষ্ট্রসমূহের ভোটে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ২০২৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করবে।

ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে গত ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ইউনেস্কোর ৪২তম সাধারণ সভা। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে অংশ নিয়েছে ১৯৫টি দেশ।

এই সভায় সদস্য রাষ্ট্রসমূহের ১৮৪ ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৪৪ ভোট। শিক্ষা মন্ত্রী বলেছেন, সবার ভালোর জন্যই কাজ করে বাংলাদেশ।

ইউনেস্কোর ৫৮ সদস্য বিশিষ্ট নির্বাহী বোর্ডের এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৬টি পদে লড়াই করেছে ৯টি দেশ। নির্বাচনে আরো জয় লাভ করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ