নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যে করার স্বার্থে ঘোষিত তফসিল পেছানো এবং সব দলের সঙ্গে সংলাপ আয়োজন করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
আজ রোববার (১৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাৎ শেষে বঙ্গভবন থেকে বের হয়ে প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা এসব তথ্য জানান।
রওশন এরশাদ বলেন, ‘নির্বাচনে জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করবে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনে প্রেসিডেন্টকে অনুরোধ জানানো হয়েছে। রওশন এরশাদ বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের মতামত নেই। এতদিন পর্যন্ত যে নির্বাচন করেছেন, তা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।’
এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এদিকে, কার স্বাক্ষরে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দেওয়া হবে, লাঙ্গল প্রতীকের মালিক কে হবেন এবং দলটি মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে কি না, এ নিয়ে শনিবার (১৮ নভেম্বর) দিনভর নানান নাটকীয়তা চলেছে।