Search
Close this search box.

‘বাস্তবতার নিরিখেই আসন দেওয়া হবে শরিকদের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাস্তবতা নিরিখেই আসন দেওয়া হবে শরিকদের। তবে অজনপ্রিয় কাউকেই মনোনয়ন দেওয়া হবে না।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আগামীকালের মধ্যে ১৪ দলের শরিকদের আসন বন্টন চুড়ান্ত করা হবে। তবে ছাড়কৃত আসনে দলের বিদ্রোহীদের বসানো হবে না।

এসময় সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকে বর্তমান প্রেক্ষপটে নিউজদের ভিউজ এবং করণীয় জানিয়েছেন। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের শেষ হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়া। এখন চলছে আপিল আবেদন। এরই মধ্যে সোমবার (৪ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ১৪ দলীয় জোটের নেতারা। প্রায় ৪ ঘন্টার এই বৈঠকে আসন ভাগাভাগিসহ উঠে

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ