ঘূর্ণিঝড় ‘মিচাং’ উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকে বৃষ্টি শুরু হলেও ভোর থেকে তা ধীরে ধীরে বাড়তে থাকে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে ঠান্ডা বাতাস। এতে তাপমাত্রা কমে গিয়ে শীত অনুভূত হচ্ছে।
বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী শনিবার (৯ ডিসেম্বর) থেকে বৃষ্টি কমে শীত জেঁকে বসতে পারে।
আবহাওয়া অফিস বলছে, দেশের দক্ষিণের জেলাগুলোয় বেশি বৃষ্টিপাত হতে পারে। মূলত এটি ঘূর্ণিঝড় ‘মিচাং’ এর প্রভাব।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময়ে দেশে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দেশের আট বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। পরদিন শনিবার (৯ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আরও কমে শীত জেঁকে বসতে পারে।
এদিকে চলতি মাসের তৃতীয় সপ্তাহে দেশের ওপর দিয়ে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
অন্যদিকে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।