দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে লড়ছেন ১ হাজার ৮৯৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে ভোট করছে ২৬৩ আসনে। সব আসন মিলিয়ে ৩৮৩ জন স্বতন্ত্র প্রার্থী সরব রয়েছেন ভোটের মাঠে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত অনেকেই আছেন। এর মধ্যে অনেক প্রভাশালী প্রার্থীও রয়েছেন। প্রভাবশালীদের অধিকাংশই পেলেন ঈগল প্রতীক। এসব আসনে নৌকার শক্ত প্রতিপক্ষ হিসেবে লড়াই হবে ঈগলের।
নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নৌকার প্রার্থী কাজী জাফরউল্যাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত নিক্সন চৌধুরী। আগের দু’বার নৌকার মনোনয়ন চাননি তিনি। এবার নৌকার মনোনয়ন চেয়েও পাননি। তাই এবারও জাফরউল্যাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নিক্সন।
মুরাদ হাসান
জামালপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের প্রতীকও ঈগল। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো সংসদ সদস্য মুরাদ হাসান এবার নৌকার মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দেন। এই আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল।
ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনও নৌকার বিরুদ্ধে ঈগল প্রতীক নিয়ে ভোট করছেন। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী। সোমবার (১৮ ডিসেম্বর) নিজের নির্বাচনি পোস্টার ফেসবুকে পোস্ট করে সুমন লিখেছেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। সকলের দোয়া ও সহযোগিতা চাই।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও পাননি ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পান মো. মাহাবুব আলী। মনোনয়ন না পেয়ে সুমন স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।
শামসুল হক চৌধুরী
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীও স্বতন্ত্রভাবে ঈগল প্রতীকে ভোট করছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন পটিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
শওকত মাহমুদ
বিএনপি থেকে বহিষ্কৃত ও সাংবাদিক নেতা শওকত মাহমুদও পেলেন ঈগল প্রতীক। তিনি লড়ছেন কুমিল্লা- ৫ (বুড়িচং, ব্রাহ্মণপাড়া) আসন থেকে। প্রতীক পাওয়ার পরই বুড়িচং উপজেলার ভারেল্লা মসজিদে আসরের নামাজ আদায় শেষে ভারেল্লা বাজার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি। এই আসনে নৌকা প্রতীকে ভোট করছেন আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান।
এছাড়া আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ ও হিজলা) আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এবং ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা এ কে আজাদ। এই দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ ও শামীম হকের মনোনয়ন বাতিল করেছে ইসি। আর হাইকোর্টও ইসির সিদ্ধান্ত বহাল রেখেছেন। তাই এই দুই আসনে এখনও ভোটের বাইরে রয়েছে নৌকা।