Search
Close this search box.

দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি বিশেষ নির্দেশনা

২০২৪ সালের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর প্রতি বিশেষ কয়েকটি নির্দেশনা জানিয়ে পরিপত্র জারি করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচনকে সামনে রেখে ভোটার, ভোটকেন্দ্র এবং যান চলাচলসহ বিশেষ কয়েকটি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

ভোটের দিনের জন্য নির্দেশনা:

  • ভোটাররা নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ভোটকেন্দ্রে যেন আসতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়াতে হবে।
  • গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করার ব্যবস্থা নিতে হবে।
  • ভোটকেন্দ্রের চৌহাদ্দির মধ্যে ধূমপান করা যাবেনা।
  • দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করতে হবে।
  • ভোটকেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার ও চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • যান চলাচলের নির্দেশনা:
  • ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিক আপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে।
  • ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ।
  • জরুরি, প্রয়োজনীয় এবং নির্বাচন কমিশনের অনুমতি প্রাপ্ত যান চলাচল করতে পারবে।
  • বিশেষ নির্দেশনা:
  • ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবেনা।
  • ভোটগ্রহণের পূর্বের ৪৮ ঘন্টা ও পরের ৪৮ ঘন্টা মিছিল মিটিং শোভাযাত্রা করা যাবেনা।
  • পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবেনা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ