Search
Close this search box.

এবার দিল্লি সফরে গেলেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফরে গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিসতারা এয়ারের ইউকে-১৮৪ ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত অবস্থায় দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কি না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে তার ভারত সফরের কারণ জানা যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এ সময় আধা ঘণ্টার বেশি আলোচনা হয় তাদের মধ্যে।

এর আগে, গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। তখন তার ওই সফর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা হয়। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে ঢাকায় ফেরেন মার্কিন রাষ্ট্রদূত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ