Search
Close this search box.

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো।

রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।সভা শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদেশি ছাত্ররা ৪ জানুয়ারি থেকে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা ১০ জানুয়ারি থেকে আবেদন করতে পারবে।তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যাবস্থা নেওয়া হবে। কোনোভাবে প্রশ্নফাঁস যেন না হয় সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ ফেব্রুয়ারি। এমবিবিএস ভর্তি পরীক্ষার একমাস পর ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ