Search
Close this search box.

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যবস্থা আছে: বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১০০ প্লাটুন ও ৪৮৭টি নির্বাচনি বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও সে ব্যবস্থা রাখা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুমিং কমপ্লেক্স অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবিও সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য মাঠে বিজিবি গোয়েন্দা সংস্থা কাজ করবে।

তিনি আরও বলেন, সবাই একসঙ্গে কাজ করলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ