Search
Close this search box.

সংসদের হুইপ নিয়োগের প্রজ্ঞাপন, মাশরাফীসহ নতুন তিন মুখ

মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৫ জন সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন আরও দুই নতুন মুখ নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চিফ হুইপ নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম (দিনাজপুর ৩) ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে (জয়পুরহাট ২) একই পদে বহাল রাখা হয়েছে। আর নতুন মুখ হিসেবে এসেছে মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

সূত্র মতে, আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে হুইপদের নিয়োগ শেষ হবে। গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিলো চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকার কথা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ