ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশসহ পাঁচটি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
গত রোববার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে গঠিত কমিটি এ সংক্রান্ত অনুমোদন দেয়। দেশগুলো হলো- বাংলাদেশ, নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সম্পর্কিত বিভিন্ন শর্তাবলির বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও, দ্বিপক্ষীয় উদ্দেশে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে, কী পরিমাণ রপ্তানি করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এবার মোট ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশসহ পাঁচটি দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত। এর মধ্যে শুধু বাংলাদেশেই ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন মিলেছে।
গুজরাট এবং মহারাষ্ট্রে পেঁয়াজের বিশাল মজুদ জমে যাওয়ায় রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তকে এরই মধ্যে স্বাগত জানিয়েছেন স্থানীয় পেঁয়াজ চাষীরা।