ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে রাজনীতির কোনো কিছুই আর অবশিষ্ট নেই।
তিনি বলেছেন, দেশে একটি মাত্র দল আছে, যারা সবকিছু দখলে নিয়েছে। নির্বাচনে জয়ী হতে দলটি সব কিছুই করছে বলেও অভিযোগ ড. মুহাম্মদ ইউনুসের।
মঙ্গলবার (১১ জুন) রাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা ডামি প্রার্থী সবই নানা উপায়ে নিজেরাই দাঁড় করিয়ে থাকে দলটি।
শ্রম আদালতে চলা অর্থ আত্মসাতের মামলা সম্পর্কে ড. মুহাম্মদ ইউনূস বলেন, মামলাটি সাজানো এবং গল্পে পরিপূর্ণ। রাজনৈতিক দল গঠন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এ ধরনের তৎপরতা অপরাধ কিনা ? তবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগের দশ সপ্তাহ পরে এ ধরনের পরিকল্পনা বাদ দেয়া হয় বলেও রয়টার্সকে জানান তিনি।