Search
Close this search box.

সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। বলরাম, জগন্নাথ ও শুভদ্রা দেবী ৯ দিন মাসির বাসায় অবস্থানের পর এদিন নিজ গৃহ নন্দালয়ে ফিরে যাবেন।

এ উপলক্ষে সোমবার সকাল থেকে রাঙ্গামাটির বনরূপাস্থ রাধা রাসবিহারী ধাম, শ্রী শ্রী গীতাশ্রম মন্দির, নানিয়ারচরের জগন্নাথ মন্দির ও বুড়িঘাটের জগন্নাথ মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়।

সকাল থেকে মন্দিরগুলোতে শত শত ধর্মপ্রাণ নর-নারী উপসনায় অংশগ্রহণ করেন। মন্দিরে শ্রী কৃষ্ণের অমৃতবাণী, গীতাপাঠ, নাম সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

বিকাল সাড়ে ৩টায় সনাতন ধর্মাবলম্বী নরনারীরা জগন্নাথ, বলরাম, শুভদ্রকে রথে চড়িয়ে তাদের নিজগৃহ নন্দালয়ে পৌঁছে দেন।

বনরূপা রাধা রাসবিহারী ধাম থেকে ইসকনের জগন্নাথ রথ রাঙ্গাপানি ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। অন্যদিকে শ্রী শ্রী গীতাশ্রম থেকে জগন্নাথ বলরাম ও শুভদ্রা দেবীকে নিয়ে তবলছড়ি গৌরনিতাই আশ্রম মন্দিরে গিয়ে শেষ হয়।

এছাড়া নানিয়ারচর উপজেলায় জগন্নাথ মন্দির ও বুড়িঘাটের জগন্নাথ মন্দির থেকে  জগন্নাথ বলরাম ও শুভদ্রা দেবীকে রথে চড়িয়ে মাসির বাড়ি থেকে নিজগৃহ নন্দালয়ে দিয়ে আসেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন জনপ্রতিনিধি ও শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ