Search
Close this search box.

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, রণক্ষেত্র যাত্রাবাড়ী-শনিরআখড়া

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা ও শনিরআখড়া এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছুড়েছে আন্দোলনকারীরা। শনিরআখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত এসব বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় বিক্ষোভকারীদের কোটা বিরোধী স্লোগান দিতে দেখা যায়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে ফুলিশ। সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালি পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে। কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আগুন নেভানোর কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ