Search
Close this search box.

শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

স্টাফ রিপোর্টার: সারাদেশে আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনেরও ঘোষণা দিয়েছে। শনিবার (৩ আগস্ট) শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে সর্তক অবস্থানে পুলিশ।

এদিকে ছাত্রদের বিক্ষোভ ঘিরে রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা এখানে অবস্থান নিয়েছেন তারা। আইন-শৃঙ্খলাবাহিনীর বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে বলে জানা যায়।

এদিকে সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণায় জানানো হয়, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ