Search
Close this search box.

সচিবালয় ছেড়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা

স্টাফ রিপোর্টার: যেকোনো মুহূর্তে সহিংস পরিস্থিতির কবলে পড়তে পারেন, এমন আতঙ্কে সচিবালয় ছেড়ে বের হয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সবাই একসঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টায় অফিস শুরু হয়। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় লাইব্রেরিতে বসে বৈঠক করেন। একপর্যায়ে ভয়ে-আতঙ্কে দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সচিবলায়ের এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সচিব-উপ সচিবদের গণপিটুনি দেওয়া হতে পারে। এমন ভয়ে অনেকেই অফিসে আসেন নাই। যারা এসেছেন তারাও পালিয়ে গেছেন।

এর আগে গতকাল সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি পরিবর্তন করে মঙ্গলবার থেকে দেশের সকল স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পতন ঘটে সরকারের। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বঙ্গবভন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গভনের সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ