প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী মারা গেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর ঢাকার বনানীর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার ছেলে নাদীম চৌধুরী জানিয়েছেন, ইনাম আহমদের মেয়ে বিদেশে অবস্থান করছেন। তিনি ফেরার পর আগামী বৃহস্পতিবার ঢাকায় জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন ইনাম আহমদ। স্বাধীন বাংলাদেশে তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন।অবসরের পর ১৯৯৯ সালে বিএনপিতে যোগ দেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়। পরে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হন এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। পরে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হন।১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারোকোট গ্রামে জন্মগ্রহণ করেন ইনাম আহমদ চৌধুরী। তার বাবা গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী ঢাকার কমিশনার ছিলেন, মা রফিকুন্নেছা খাতুন চৌধুরী।শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (১৯৫২-৫৩) ছিলেন। ভাষা আন্দোলনে যুক্ত থাকায় কলেজ থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।তিনি বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার, জাতিসংঘের এসকাপ কমিশনের সেক্রেটারি, আইডিবির ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইনাম আহমদ চৌধুরী ছিলেন চার ভাই ও দুই বোনের মধ্যে অন্যতম। তার বড় ভাই প্রয়াত ফারুক আহমদ চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিব। অন্য ভাই ইফতেখার আহমদ চৌধুরী ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা (২০০৭-০৮)।বোন নাসিম হাই শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল সৈয়দ আবদুল হাইয়ের স্ত্রী। আর ছোট বোন নীনা আহমেদের স্বামী ফখরুদ্দীন আহমদ ২০০৭-০৮ মেয়াদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন।রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ কর্মজীবন শেষে ইনাম আহমদ চৌধুরী সোমবার প্রয়াণের মধ্য দিয়ে শেষ বিদায় নিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।