শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক মহিলা যাত্রীর নিকট থেকে ৯টি স্বর্নের বার উদ্ধার করে বিমানবন্দর কাষ্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর কাষ্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুমা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটের এক যাত্রীর নিকট থেকে নয়টি স্বর্নের বার উদ্ধার করা হয়েছে। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। তিনি আরও জানান আটককৃত স্বর্নের আনুমানিক মূল্য তেয়াত্তর লক্ষ আট হাজার টাকা।
তিনি বলেন, একজন মহিলা যাত্রী অ্যন্তরীণ আগমনী এলাকা পার হওয়ার সময় গতিবিধি সন্দেহ জনক মনে হওয়ায় কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে মহিলা অফিসার দ্বারা দেহ তল্লাশী করা হয়। এ সময় তার নিকট কালো কসটেপে মোড়ানো নয়টি স্বর্ণবার পাওয়া যায়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।