পথে প্রান্তরে ডেস্ক:- তৃতীয় দিনের মতো বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক।
সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জড়ো হয়ে মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে পোশাকশ্রমিকেরা মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভরত শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত দুই দিন মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার ৮ থেকে ১০ হাজার শ্রমিক। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল রোববার সকাল আটটায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকেরা। পুলিশের আশ্বাসে সাড়ে পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়েন তাঁরা।