স্টাফ রিপোর্টার \ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘হার্ট ফেলিউর ক্লিনিক’র উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের চতুর্থ তলায় হৃদরোগ বিভাগে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ ক্লিনিকের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বিএসএমএমইউতে হৃদরোগীদের সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই বিভাগকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন হৃদরোগীদের চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে না হয়।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে হৃদরোগের বিভিন্ন ধরনের রোগী ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে এসব হৃদরোগ আক্রান্ত রোগীরা যথাযথ তত্ত্বাবধানে না থাকায় যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে চালু হওয়া ‘হার্ট ফেলিউর ক্লিনিক’ এসব রোগীদের একই ছাদের নিচে এনে যথাযথ তত্ত্বাবধান করবে। হৃদরোগ আক্রান্ত হাসপাতালে ভর্তি ও ভর্তি ছাড়া রোগীদের তথ্য একসঙ্গে সংগ্রহে রাখবে এ বিভাগ। এতে দেশের জনসাধারণ হৃদরোগ সম্পর্কে সম্যক ধারণা নিতে পারবে এবং গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পাবে। হৃদরোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার একটি সুনির্দিষ্ট গাইড লাইন তৈরি হবে।
ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বলেন, হার্ট ফেলিউর ক্লিনিক চালু হওয়ার মাধ্যমে দীর্ঘ দিনের একটি লালিত স্বপ্নের পূরণ হলো। এই ক্লিনিকের মাধ্যমে শুধু রোগ নির্ণয় নয়, গবেষণাসহ এ ধরণের রোগীদের সঠিক ফলোআপ বিষয়টি নিশ্চিত হবে, যা রোগীদের জীবন বাঁচাতে বিরাট অবদান রাখবে।