Search
Close this search box.

নয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আদমজী ইপিজেডে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি \  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন ফ্যাক্টরীর পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭ টায় আগুনের প্রাথমিক সুত্রপাত হলেও সকাল সাড়ে ১০ টার দিকে বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  ৯ ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আদমজী ইপিজেডে পলমল গ্রুপের নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন জ্বলতে থাকে ৷ ফায়ার সার্ভিসের নয়টি  ইউনিটের ৬৫ জন সদস্য ঘটনাস্থলে কাজ করে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নাই ৷

নয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
নয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে পাইলিং বিশ ফুট নিচে যাবার পর গ্যাসের পাইপ ফেটে যায় ৷ তখন থেকে তিন ঘন্টা পর্যন্ত তীব্র বেগে উপরের দিকে বালু উঠতে থাকে৷ সাড়ে দশটার দিকে ভয়াবহ শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়৷

নির্মাণাধীন ভবনের সার্ভে কাজ করা অ্যাডভান্স কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. রনি বলেন, বিশ ফুট গভীরে পাইলিং যাবার পর পাইপ ফেটে যায় ৷ উপরের দিকে বালু উঠতে থাকে৷ এভাবে তিন ঘন্টা বালু উঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ পরে আগুন জ্বলতে থাকে৷ বিস্ফোরণে মাটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে৷

নির্মাণশ্রমিক উজ্জ্বল হোসেনও কাজ করছিলেন সেখানে৷ তিনি বলেন, সব মিলিয়ে সেখানে ২০ জন লোক ছিলেন৷ পাইপ ফাটার পর সবাই দূরে সরে যায়৷ বিস্ফোরণের সময় কাছাকাছি কেউ ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি৷

এদিকে দুর্ঘটনাস্থলে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপননের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র‌্যাবের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, গ্যাস লাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গ্যাস সরবরাহ বন্ধ হবার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ