Search
Close this search box.

ঈদকে ঘিরে সক্রিয় চোর চক্র, র‌্যাবের অভিযানে আটক ১০

স্টাফ রিপোর্টার \  রাজধানীর কদমতলী, শাহবাগ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকা থেকে মোবাইল চোর চক্রের ১০ জন গ্রেফতার করেছে র‌্যাব। এসময় বিপুল পরিমান চোরাই মোবাইল, সীম ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল মোবাইল চোর সিন্ডিকেট চক্রের ১০ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। র‌্যাব কর্মকর্তারা জানান গ্রেফতারকৃত চক্রের সদস্যরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ মোবাইল কেনা-বেচার সাথে জড়িত। তারা এসব মোবাইল ফোন বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি করে। এছাড়াও গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে চুরি এবং ছিনতাইকৃত মোবাইল সুকৌশলে নানা সিন্ডিকেটের সাথে এসব চোরাই মেবাইল কেনা-বেচায় জড়িত।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাসেল (৩১) ২। মোঃ ফরহাদ হোসেন (২৮) ৩। মোঃ আশরাফুল ইসলাম (৪৮) ৪। মোঃ আবুল কাশেম (২৮), ৫। মোঃ মিলন (৪৮), ৬। মোঃ সুলতান (২৭), ৭। মোঃরাজু (৩০) ৮। মোঃ তৈয়ব আলী (৪০) ৯। শাওন ফকির (২১) এবং ১০। মোঃ নাদিম (৩৫)

গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে  ১৪৭ টি এ্যান্ডরয়েড মোবাইল, ২৯১ টি বাটন মোবাইল, ০২ টি ট্যাব, ০২ টি সীমকার্ড এবং নগদ ৩৫,৩২০/-টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, এ সকল ছিনতাইকারীদের প্রধান টার্গেট থাকে পথচারীদের মোবাইল। তারা এসব মোবাইল স্বল্পদামে চোরাই মোবাইল কারবারিদের কাছে বিক্রি করে থাকে। এছাড়াও এসব মোবাইল স্বল্প আয়ের মানুষদের কাছে বিক্রি করে । বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ডাকাতিকৃত, ছিনতাইকৃত ও চোরাইমাল বিক্রি ও হেফাজতে রাখা আমলযোগ্য অপরাধ। তারা দীর্ঘদিন যাবৎ নির্বিঘ্নে নির্ভয়ে চোরাই মোবাইলের অবৈধ ব্যবসা করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ