স্টাফ রিপোর্টার : বন্যায় আটকে পড়া এক অন্তঃস্বত্বা নারীকে উদ্ধার করে নৌবাহিনী। পরে হাসপাতালে পাঠানো হয়। সেই নারীর ছেলে সন্তান হয়। নৌবাহিনীর শান্তিতে সংগ্রামে দুর্জয়ের সাথে মিলিয়ে সন্তানের নাম রাখা হয় দুর্জয়। মা ও সন্তান দুইজনেই সুস্থ আছে বলে জানিয়েছে আইএসপিআর।
মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা ওঠে জামালগঞ্জ উপজেলার বাসিন্দা আক্কেল আলীর স্ত্রী শিউলি বেগমের (২৮)। চারিদিকে বন্যার পানিতে ভয়াবহ অবস্থা। রয়েছে নৌকা সঙ্কট। স্বাভাবিক ভাবেই অন্তঃসত্বা শিউলিকে নিয়ে বিপাকে পড়ে পরিবার। এ ঘটনা জানতে পেরে নৌবাহিনীর সহযোগিতা চান জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে নৌবাহিনীর চিকিৎসক টিম ওই নারীকে উদ্ধার করে এবং তাদের উচ্চগতি সম্পন্ন একটি স্পীডবোটে তুলে নিয়ে আসে সুনামগঞ্জ শহরে। পথে নৌবাহিনীর মেডিক্যাল টিম ওই নারীর স্বাস্থ্য পরিক্ষার মাধ্যমে তাকে সুরক্ষা দেন। বিকেলের দিকে অন্তঃসত্বা নারী ও তার স্বজনদের একটি সিএনজি অটোরিকশায় তুলে দিয়ে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থাও করে নৌবাহিনী।
প্রসব বেদনা ওঠা নারীকে নিরাপদে গন্তব্যে পৌছে দিতে সহযোগিতা করায় নৌবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোক্তভোগী পরিবারের লোকজন। উদ্ধার কাজে নিয়োজিত নৌবাহিনীর কমান্ডিং অফিসার বলেন, সুনামগঞ্জে বিভিন্ন স্থানে আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত ছিলাম। তখন খবর পাই ওই নারীর লেবার পেইন (প্রসব বেদনা) উঠলেও হাসপাতালে নিয়ে যেতে পারছেন না। আমরা তাৎক্ষনিক দু’টি বোট ওখানে রেখে একটি বোট নিয়ে এখানে চলে আসি। সঙ্গে মেডিক্যাল টিমও রাখি। ঘটনাস্থলে এসে দেখতে পাই, ওই নারী খুবই নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছেন। তখন দ্রুত তাকে উচ্চ গতিসম্পন্ন স্পীড বোটে করে জামালগঞ্জ থেকে সুনামগঞ্জে নিয়ে আসি। পরে হাসপাতালে নেওয়া হয়। ছেলে সন্তানও জন্ম হয়।