Search
Close this search box.

গুদামঘর ভর্তি নিম্নমানের তার লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার \ দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে সরকার গৃহীত পদক্ষেপ অনুযায়ী সারাদেশে শিডিউল লোডশেডিং চালু করেছে বিদ্যুৎ বিতরনকারী সংস্থা গুলো। দেশব্যাপী চার্জার লাইট, চার্জার ফ্যান সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির দাম নিয়ন্ত্রনের লক্ষ্যে বাজার তদারকীমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নবাবপুর রোডে অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকানে অবিযান পরিচালনা করা হয়। এসময় চার্জার লাইট, ফ্যানসহ ইলেকট্রিক সামগ্রীর দাম ও মান যাচাই করে আভিযানিক দলের সদস্যরা।

অভিযান পরিচালনাকালে আরমান ইলেকট্রনিকস নামক একটি দোকানে জেপি ক্যাবলস কোং এর নিম্নমানের বিভিন্ন প্রকার তার বিক্রি করতে দেখা গেলে সেই কোম্পানী সম্পর্কে তদন্ত করে দেখা যায় মূল কোম্পানির সরবরাহকারী প্রতিষ্ঠান “পিকে ইলেকট্রনিক্স” যা কাপ্তান বাজার কমপ্লেক্সে অবস্থিত।

পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের মালিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিষ্ঠানের যথাযথ ঠিকানা, বিএসটিআই সনদসহ কোম্পানীর যাবতীয় কোন তথ্য দিতে পারে নাই।

সরোজমিনে সেখানে দেখা যায় গুদামঘর ভর্তি নিম্নমানের তার অবৈধভাবে উৎপাদন করে রাখা। সেই  প্রতিষ্ঠানের মালিক স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক সেই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা এবং বিক্রেতা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিম্নমানের তার উৎপাদন করায় প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেয় জাতীয ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ