Search
Close this search box.

সিজেএম কোর্টে লাগা আগুন নিয়ন্ত্রনে

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের মালখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার সিজেএম আদালত ভবনের গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় সিজেএম আদালত ভবনের দুই তলার হাজতখানা থেকে আসামিদের বের করে প্রিজন ভ্যানে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে। পরবর্তী সময়ে ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম সংবাদ সম্মেলন করে বলেন, আমরা দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তী সময়ে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়ে একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা জানার জন্য ৩ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ