Search
Close this search box.

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে পরিবেশের মানের উন্নয়ন করা হবে- পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, দেশের বড়ো শহরগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের বড়ো শহরগুলোতে এসকল আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি পুরোপুরি চালু হলে দেশের সার্বিক পরিবেশের মানের দৃশ্যমান উন্নতি হবে।

খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় বৈঠকে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন আরো বলেন,পরিবেশের মান উন্নয়ন করতে হলে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা প্রয়োজন। পরিবেশের মানোন্নয়নের জন্য ব্যাপকভাবে বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই এখন নিরাপদ, স্বাস্থ্যসম্মত, বিষাক্ত পদার্থ ও রোগজীবাণু মুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। এটা শুধু নিজেদের জন্যই নয়, খাদ্য রপ্তানিতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিরাপদ খাদ্য বিষয়টাকে নিশ্চিত করার এখনই উপযুক্ত সময়। দেশ ও জাতিকে মেধাবী, সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবাইকে এগিয়ে আসতে হবে ।

মন্ত্রী বলেন, যেকোনো স্বীকৃতি পেলে দায়িত্ব আরো বেড়ে যায়। মন্ত্রণালয়ের কর্মচারীদের নিরলসভাবে কাজ করে পরিবেশের উন্নতি দৃশ্যমান করতে হবে।

তিনি বলেন, সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে। বৃক্ষের পরিমাণ বাড়লে বায়ুর মান ভালো হবে। তাই আমাদের সকলের পরিবেশ দূষণ রোধে এবং বৃক্ষরোপণে কাজ করা উচিত।

বৈঠকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ অধিদফতরের পরিচালক সৈয়দা মাছুমা খাতুন, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক মো: ইকবাল হোসেন এবং খুলনা বন সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ