স্টাফ রিপোর্টার- রাজধানীর ওয়ারী এলাকার জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কলোনির প্রায় ২০টি ঘর পুড়ে গেছে এবং দগ্ধ হয়েছেন অন্তত চারজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- রাজু (৩৬), তার মা কান্তা (৬০), গিতা রানি দে (৬৫) ও আফজাল।
রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমবার ভোররাত সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, রাতে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় একে একে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আগুন নিয়ন্ত্রণে আসার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের পিলার ও কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুইপার কলোনিতে টিনশেড ঘরে অনেকেই বসবাস করেন। তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন। তা ছাড়া এখানে অনেক দাহ্য পদার্থ ছিল। যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যারা ফ্লাইওভারের নিচে বসবাস করেন তাদের সরিয়ে নিতে হবে।
রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চারজনের মধ্যে কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে কেউ গুরতর নন বলে প্রাথমিকভাবে জানা গেছে।